২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:৪৭

অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি-ইসরায়েল বৈঠক

অনলাইন ডেস্ক

অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি-ইসরায়েল বৈঠক

গাজার এমন কঠিন পরিস্থিতির মধ্যেও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে সৌদি আরব। আর সেই লক্ষ্যে সোমবার ইসায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী নির বারকাতের সাথে বৈঠক করেছেন সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী আব্দুল্লাহ বিন আল কাসাবি।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তারা এই বৈঠক করেন। ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরালো করতে চায় রিয়াদ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও ইসরায়েলি একটি গণমাধ্যমও দুই দেশের মন্ত্রীদের এই বৈঠকের খবর দিয়েছে। ওই সম্প্রচার মাধ্যমটি জানিয়েছে, সৌদির মন্ত্রীর সাথে ইসরায়েলের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

ইসরাইলি মন্ত্রী বারকাত বলেছেন, ‌‘আমরা সেসব দেশ শান্তি চায় তাদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।’ তিনি আরো জানিয়েছেন, সৌদি-ইসরায়েল মিলে ইতিহাস গড়তে পারে। 

চলতি মাসের শুরুর দিকে সৌদি জানিয়েছিল, ১৯৬৭ সালের সীমান্ত মেনে যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তবেই কেবল ইসরায়েলের সাথে কূটিনিতক সম্পর্ক স্থাপন করা হবে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর