কাতার বলছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাস চুক্তির ধারেকাছেও নেই। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা সত্ত্বেও, মুসলমানদের পবিত্র রমজান মাসের শুরুতে সোমবার যুদ্ধবিরতি শুরু হয়নি। যুদ্ধবিরতির লক্ষ্য অনুযায়ী বন্দী বিনিময়ও শুরু হয়নি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, আমরা কোনো চুক্তির কাছাকাছি নেই, যার মানে আমরা উভয় পক্ষকে এমন ভাষায় একত্রিত হতে দেখছি না, যা একটি চুক্তি বাস্তবায়ন নিয়ে বর্তমান মতবিরোধ নিরসন করতে পারে।
এক সংবাদ সম্মেলনে আল-আনসারি বলেন, রমজানের সীমার মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সব পক্ষই আলোচনায় কাজ চালিয়ে যাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল