ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেক হয়েছে বাংলাদেশের জার্সিতে। এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা খেলেছেন ভারতের বিপক্ষে। এবার তার সঙ্গী হবেন কানাডা প্রবাসী আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোম। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য এখন আর কোনো বাধা নেই সামিতের। ৫ মে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন তিনি। গতকাল পেয়েছেন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। এর আগে ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছিলেন। তার আগে ২০ এপ্রিল হাতে পান বাংলাদেশের জন্মনিবন্ধন। এর ফলে ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে তাকে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফিফার অনুমোদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাফুফের সহসভাপতি ফাহাদ আলম। তিনি বলেন, ‘আমরা সামিতের পাসপোর্ট হাতে পেয়ে ফিফার কাছে আবেদন করি। আজ (গতকাল) ফিফা ফিরতি মেইলে জানিয়েছেন বাংলাদেশের পক্ষে খেলতে তার কোনো বাধা নেই। তারা সব ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। আশা করি ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে সে খেলবে।’ বাফুফে কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বড় বড় লিগগুলোতে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দলভুক্ত করতে। ২৭ বছর বয়সি সামিতের জন্ম কানাডায়। তবে বাবা ও মা বাংলাদেশের। কানাডার জাতীয় দলের পক্ষে তিনি ২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।