‘চৌধুরী আলম গুম বহু পক্ষের টার্গেট’ শিরোনামে ২২ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন মহানগর শপিং কমপ্লেক্স মার্কেটের চেয়ারম্যান আবদুর রহমান। তাঁর দাবি, প্রতিবেদনে অনেকের সঙ্গে তাঁর নামও চৌধুরী আলমের ছেলের বরাতে উল্লেখ করা হয়েছে। কথাগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাঁর নাম উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য : ভুক্তভোগী চৌধুরী আলমের ছেলে আবু সাইদ চৌধুরীর ‘গুম ও তদন্ত কমিশন’ এবং ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’-এ দেওয়া লিখিত অভিযোগ এবং তাঁর পরিবারের সদস্য ও তদন্তের সঙ্গে জড়িতদের দেওয়া তথ্যই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।