বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক বাজেট বরাদ্দের নীতির প্রতিবাদ, আবাসন ভাতা ও হল নির্মাণসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ চার দফা দাবিতে কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে দুপুরে রফিক ভবনের নিচে একত্রিত হয়ে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন।
মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাষা শহিদ রফিক ভবনের নিচে সমবেত হয়।
এসময় শিক্ষার্থীরা 'প্রহসনের বাজেট মানি না, মানব না', 'বৈষম্যের গদিতে, আগুন জ্বালাও একসাথে','জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো,', ২৪ এর বাংলায়, বৈষম্যের ঠাই নেই, ', বৈষম্যের বাজেট, মানি না, মানব না,', জবিয়ানদের একশান, ডাইরেক্ট একশান,', বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও' সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রতি বছর ইউজিসির বাজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য নামি বিশ্ববিদ্যালয়গুলোকে মোটা অঙ্কের বরাদ্দ দেওয়া হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চরম অবহেলার শিকার হচ্ছে। এই বৈষম্য অবিলম্বে বন্ধ করে জবির জন্য উপযুক্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, 'আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরাবরই সাহসিক ভূমিকা রেখেছে। গুলির মুখেও আমরা পিছু হটিনি। অথচ ৫ আগস্টের পর দেখা গেছে, বাজেট বরাদ্দ পেয়েছে ঢাবি, চবি ও অন্যান্য নামি বিশ্ববিদ্যালয়। আমরা কি মানুষ না? তারা এসি রুমে বসে আয়েশ করবে, আর জবি শিক্ষার্থীরা মেসে না খেয়ে থাকবে?
বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, ‘দীর্ঘ ২০ বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলার শিকার হয়ে আসছে। শুধু একটি নামধারী বিশ্ববিদ্যালয় দাঁড় করানো হয়েছে—সুবিধা নেই বললেই চলে। পূর্ববর্তী সরকার হোক বা ইউজিসি, কেউ আমাদের নিয়ে ভাবেনি।
শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো—বাজেটে বৈষম্য দূরীকরণ, পর্যাপ্ত আবাসন সুবিধা, দ্রুত হল নির্মাণ, এবং শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা।
বিডি প্রতিদিন/নাজমুল