যুক্তরাজ্য রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে আছে। কিন্তু না সরকার, না জনগণ বিষয়টি যেমন গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন তেমনটি নিচ্ছে। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এম১৬ (এম সিক্সটিন) এর সাবেক প্রধান রিচার্ড ডিয়ারলাভ এই মন্তব্য করেছেন।
রুশ গোয়েন্দা প্রধান বলেন, মস্কো এবং বেইজিং যে হুমকি হয়ে দাঁড়াচ্ছে তার মোকাবিলায় যুক্তরাজ্যের সেনাবাহিনী যথেষ্ট বরাদ্দ পাচ্ছে না। ডিয়ারলাভ ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ব্রিটিশ গোয়েন্দা সংস্থাটির নেতৃত্ব প্রদান করেন।
গত সপ্তাহে যুক্তরাজ্যের আগামী বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়ানো হয়নি। এরপর শুক্রবার পলিটিকোর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করলেন।
রিচার্ড ডিয়ারলাভ বলেন, আপনি যদি সড়কে কাউকে থামান এবং প্রশ্ন করেন– যুক্তরাজ্য যুদ্ধের মধ্যে আছে কিনা? প্রশ্ন শুনে তারা আপনার দিকে তাকাবে এবং আপনাকে পাগল ভাববে। কিন্তু বাস্তব হলো–আমরা যুদ্ধের মধ্যে আছি। আমরা রাশিয়ার সঙ্গে এক ধরনের যুদ্ধের (গ্রে ওয়্যার) মধ্যে আছি। আর আমি জনগণকে সেটা স্মরণ করিয়ে দিচ্ছি।
যুক্তরাজ্যের জিডিপির কমপক্ষে ২.৫ শতাংশ সামরিক খাতে ব্যয় করা উচিত বলে মন্তব্য করেন তিনি। সর্বশেষ ঘোষিত বাজেটে সামরিক খাতে বরাদ্দ ২ শতাংশ।
এই ব্রিটিশ গোয়েন্দা প্রধান বলেন, জরুরিভাবে আমাদের আরও জাহাজ তৈরি করা প্রয়োজন। ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে যুদ্ধক্ষেত্রে জনবলের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তিনি। সূত্র: আরটি
বিডিপ্রতিদিন/কবিরুল