চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে সর্বশেষ ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তারা। লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ১৯৭৮ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিলেন ড্যানিয়েল পাসারেলার নেতৃত্বে। সেই দলের অন্যতম সদস্য ছিলেন লুইস অ্যাডোলফো গ্যালভান। রক্ষণভাগের এ ফুটবলার মারা গেছেন ৫ মে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। ৭৭ বছর বয়সি গ্যালভান বেশ কয়েক সপ্তাহ ধরে কর্দোভা শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই মারা যান এ সাবেক ডিফেন্ডার। গ্যালভান পেশাদার ফুটবলে নাম লেখান ১৯৭০ সালে। জাতীয় দলে প্রথম সুযোগ পান ১৯৭৫ সালে। আর্জেন্টিনার জার্সিতে দুবার বিশ্বকাপ খেলেন। ১৯৭৮ সালের ঘরের মাঠে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রথমবার। ১৯৮২ সালেও খেলেছিলেন। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১৯৮৩ সালে জাতীয় দলকে বিদায় বলেন গ্যালভান। ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারে তিনি আর্জেন্টিনা, বলিভিয়ার ক্লাব ফুটবলে খেলেছেন।
ফার্নান্দেজে গ্যালভানে জন্ম নেন ১৯৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি।