কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় দাঁড় করাল দেশটির বিরোধী দল কংগ্রেস। দলটির সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে মঙ্গলবার দাবি করেছেন, মোদি জম্মু-কাশ্মীরে সম্ভাব্য হামলার বিষয়ে একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। যার ভিত্তিতে প্রধানমন্ত্রী কাশ্মীর সফর বাতিল করেছিলেন।
খড়গে বলেন, আমি জানতে পেরেছি ২২ এপ্রিল পেহেলগাম হামলার তিন দিন আগে মোদিরর কাছে একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল। সংবাদপত্রেও এ বিষয়ে পড়েছি।’ কংগ্রেস সভাপতির কথায়, কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল। আসলে তারা আগাম জানতে পেরেও কিছু করেননি। প্রকাশিত কয়েকটি খবরে আগেই দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে কাশ্মীরে পর্যটকদের ওপর সম্ভাব্য হামলার খবর এসেছিল। এপ্রিল মাসেই সেই হামলা হতে পারে বলে জেনেছিলেন গোয়েন্দারা। মোদীর জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা ছিল ১৯ এপ্রিল। কিন্তু তা বাতিল করা হয়েছিল।
পেহেলগামে হামলার পরে পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রশ্নে বিরোধীরা একজোট হয়ে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিল। খড়গে জানিয়েছিলেন, সঙ্কটের পরিস্থিতিতে তারা রাজনীতি করতে চান না। কিন্তু গত শনিবার সেই বিরোধীদেরই ব্যঙ্গাত্মক ভাবে রাজনৈতিক নিশানা করেছিলেন মোদি। তিনি বিরোধী শিবিরকে খোঁচা দিয়ে বলেছিলেন, আমি কেরালার মুখ্যমন্ত্রীকে (পিনারাই বিজয়ন) বলছি, আপনি তো ইন্ডিয়া জোটের খুবই শক্তিশালী এক স্তম্ভ। আপনি এখানে রয়েছেন, শশী থারুর (কংগ্রেস সাংসদ) বসে আছেন। আজকের এই অনুষ্ঠান অনেকেরই ঘুম ছুটিয়ে দেবে!
বিডি প্রতিদিন/নাজমুল