জিম্মিদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছাতে এর রয়ে যাওয়া ফাঁক পূরণে ওয়াশিংটন তার অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
ভিয়েনা সফরকালে শুক্রবার এ কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, হ্যাঁ, হামাস একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। এর বিস্তারিত দিক আমি তুলে ধরতে পারছি না। কিন্তু একটি চুক্তিতে পৌঁছাতে আমরা ইসরায়েল, কাতার ও মিসরের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।
ফিলিস্তিনি সংগঠন হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, হামাস ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে বেশ কিছু ইসরায়েলী জিম্মিকে ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, গাজায় আটক জিম্মিদের মুক্তির লক্ষ্যে আরেক দফায় আলোচনায় অংশ নিতে তারা দোহায় প্রতিনিধিদল পাঠাবে।
এ প্রসঙ্গে ব্লিংকেন বলেন, এটি একটি চুক্তি, যুদ্ধবিরতি, জিম্মিদের ফেরত পাওয়া এবং আরও মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে সম্ভাব্যতা ও আশু প্রয়োজনীয়তার বিষয়টিকেই প্রতিফলিত করে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। একইদিন থেকে ইসরায়েলও গাজায় পাল্টা হামলা শুরু করে যা এখনও চলমান আছে। ইসরায়েলের এ হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ৪৯০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।
এদিকে, গাজা থেকে সৈন্য প্রত্যাহারে হামাসের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে ইসরায়েল বলেছে, এ ধরনের উদ্যোগের মানে হামাসের বিজয়।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত