১৬ মার্চ, ২০২৪ ১৪:৫৫

সুস্থ বিবেকে ট্রাম্পকে কখনও সমর্থন দিব না: মাইক পেন্স

অনলাইন ডেস্ক

সুস্থ বিবেকে ট্রাম্পকে কখনও সমর্থন দিব না: মাইক পেন্স

ডোনাল্ড ট্রাম্প (বামে) ও মাইক পেন্স

সুস্থ বিবেকে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে কখনও সমর্থন দেবেন না বলে জানিয়েছেন তার সময়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। 

শুক্রবার একথা সাফ জানিয়ে দিয়েছেন মাইক পেন্স। 

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তাতে রিপাবলিকান দল থেকে প্রাইমারি ভোট শেষ হওয়ার অনেক আগেই নিশ্চিত হয়েছে যে, ট্রাম্পই হবেন এ নির্বাচনে দলের প্রার্থী। কিন্তু ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা, নির্বাচন নিয়ে ট্রাম্পের ভিত্তিহীন জালিয়াতির অভিযোগ, নীতিগত পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে দ্বিমত পোষণ করেন মাইক পেন্স। 

এবার প্রাইমারি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তিনিও চেষ্টা করেছিলেন। কিন্তু পরিস্থিতি অনুকূলে না দেখে তিনি সটকে পড়েন। আস্তে আস্তে অন্যরাও সরে পড়েন। 

এবার মাইক পেন্স বললেন ভিন্ন কথা। তিনি বলেছেন,  “আমাদের ক্ষমতার চার বছরে যেসব রক্ষণশীল এজেন্ডা নিয়ে কাজ করেছি- ট্রাম্প তার সঙ্গে সাংঘর্ষিক এজেন্ডা অনুসরণ করছেন। এ কারণে আমি সুস্থ বিবেক নিয়ে তার এই প্রচারণায় সমর্থন দিতে পারছি না।” সূত্র:  সিএনএন

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর