পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, খাইবার-পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনী সাত সন্ত্রাসীকে হত্যা করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, ‘অনুপ্রবেশকারীদের ঘিরে ফেলা হয়। তীব্র গোলাগুলির পর সাতজনকে জাহান্নামে পাঠানো হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, তালেবান নেতৃত্বাধীন অন্তর্বর্তী আফগান সরকারকে পাকিস্তান ক্রমাগত সীমান্তের তাদের পাশে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বলে আসছে। সামরিক বাহিনী অন্তর্বর্তীকালীন শাসকদের তাদের বাধ্যবাধকতা পূরণ এবং সন্ত্রাসীরা যেন আফগান মাটি ব্যবহার করতে না পারে তার আহ্বান জানিয়েছে। সূত্র : জিও
বিডিপ্রতিদিন/কবিরুল