১৯ এপ্রিল, ২০২৪ ১৮:০৬

ইরানে ইসরায়েলি হামলার দাবি, ‍মুখ খুলল চীন

অনলাইন ডেস্ক

ইরানে ইসরায়েলি হামলার দাবি, ‍মুখ খুলল চীন

ফাইল ছবি

ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশ শুক্রবার একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দাবি করছে, ইসরায়েল ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে । তবে বিদেশ থেকে ইরানে কোনো ‘হামলা’ হয়নি বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। 

ইরানে ইসরায়েলের কথিত হামলা নিয়ে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করলেও পরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, এই হামলার প্রতিক্রিয়ায় চীন বলেছে, ‘উত্তেজনাকে বাড়িয়ে দেয়’ এমন কর্মকাণ্ডের বিরোধিতা করে তারা। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, চীন উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয় এমন যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে এবং উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা পালন করবে। 

এর আগে, চলতি সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সে বৈঠকে তেহরান বলেছে যে, ইসরাইলের ভূখণ্ডে প্রথম হামলার পর তারা সংযমী আচরণ করতে চায়।
 
এদিকে, ইরানে ইসরায়েলের এ হামলার প্রতিক্রিয়ায় ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ইরানে কারা হামলা চালিয়েছে তা আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। আমরা এখন ইসরায়েলিদের ওপর সংঘাতের বৃদ্ধি এড়াতে জোর দিচ্ছি।

সূত্র : আল জাজিরা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর