২০ এপ্রিল, ২০২৪ ০২:০৩

আইএমএফের নতুন ঋণের আশায় পাকিস্তান

অনলাইন ডেস্ক

আইএমএফের নতুন ঋণের আশায় পাকিস্তান

মুহাম্মদ আওরঙ্গজেব

আগামী মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণের রূপরেখা নিয়ে একমত হওয়ার আশা করছে পাকিস্তান। ইতিমধ্যে আন্তর্জাতিক ঋণ বাজারে ফিরে আসার জন্য রেটিং এজেন্সিগুলোর সঙ্গে আলোচনাও শুরু করেছে দেশটি। পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুহাম্মদ আওরঙ্গজেব বলেন, আইএমএফের সঙ্গে পাকিস্তানের বর্তমান তিন বিলিয়ন ডলার চুক্তির মেয়াদ এপ্রিলের শেষ নাগাদ সম্পন্ন হয়েছে। সরকার এখন সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার স্থায়িত্ব আনতে একটি অবস্থান চাইছে, যাতে অতি প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার সম্পাদন করা যায়।

বুধবার আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে সাক্ষাৎ করেন আওরঙ্গজেব। এ সময় তিনি বলেন, আমরা আশা করছি মে মাসের মাঝামাঝি সময়ে আইএমএফ মিশন ইসলামাবাদে পৌঁছাবে এবং তখনই এর কিছু রূপরেখা তৈরি হতে শুরু করবে।

পাকিস্তান কমপক্ষে ৬০০ কোটি ডলার চাইবে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকার কোন ধরনের কর্মসূচি আশা করছে তার রূপরেখা দিতে অস্বীকৃতি জানান অর্থমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর