২১ এপ্রিল, ২০২৪ ১৯:১৯

ইসরায়েলে হামলার প্রশংসায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

অনলাইন ডেস্ক

 ইসরায়েলে হামলার প্রশংসায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

আল জাজিরার খবর অনুসারে, খামেনি তেলআবিবের বিরুদ্ধে অভিযানের জন্য তেহরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে শত্রুর মোকাবিলার জন্য নতুন সামরিক কৌশল রপ্ত করার আহ্বান জানিয়েছেন।

খামেনি বলেন, ইসরায়েলে কয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বা কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে তা মূল প্রশ্ন নয়। আসল বিষয় হলো ইরান ইসরায়েলে হামলা করে সাহসিকতার পরিচয় দিয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ কয়েকজন নিহত হন। জবাবে ১৩ এপ্রিল ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এই ঘটনার প্রতিশোধ হিসেবে ১৩ এপ্রিল ইরানে হামলা চালায় ইসরায়েল। তবে খোমেনি ইরানের হামলা নিয়ে কোনো কথা বলেননি। 

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্পাহান শহরের একটি বিমানঘাঁটিতে ইসরায়েলের চালানো হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি স্যাটেলাইটে ধরা পড়া কিছু দৃশ্যে দেখা গেছে।যদিও ইরান ক্ষয়ক্ষতির কথা উড়িয়ে দিয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর