ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে হালিভা তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
হালিভা প্রথম কোনো উচ্চপর্যায়ের ইসরায়েলি কর্মকর্তা, যিনি ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন।
ইসরায়েলি লেখক ও হারেৎজ পত্রিকার সাবেক কলামিস্ট আকিভা এলদার বলেছেন, নেতানিয়াহু শিগগিরই গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে যাচ্ছেন না বলেই মেজর জেনারেল হালিভা পদত্যাগ করেছেন। তিনি আরও বলেন, আরেকটি কারণ হলো- প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে আনতে আগ্রহী নন’।
এই কলামিস্ট আরও বলেন, নেতানিয়াহু ইসরায়েলের সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্তৃপক্ষ। কিন্তু তিনি কখনই হামাসের হামলার দায় নেননি। হালিভা নেতানিয়াহুকে ব্যক্তিগত বার্তা পাঠাতে চেয়েছেন, ‘আমি যদি এটি (পদত্যাগ) করতে পারি তবে আপনিও করতে পারবেন।’
হামাসের হাতে বন্দী ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনার দাবিতে দেশটিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ হচ্ছে। বিশ্লেষক আকিভা এলদার বলেন, গোয়েন্দাপ্রধান আহারন হালিভার পদত্যাগ সরকার বিরোধী বিক্ষোভকে উসকে দেবে এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ এবং গাদি আইজেনকোটের ওপর আরও চাপ সৃষ্টি করবে।
তিনি বলেন, এই পদত্যাগ ইসরায়েলিদের আন্দোলনে একটি গতিশীলতা তৈরি করবে। অনেকে ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের আহ্বান জানাবেন। কারণ, তারাও (মন্ত্রীরাও) ফিলিস্তিনিদের সাথে সংঘাত শেষ করতে কৌশলের অভাবের অংশ ছিল।
৭ অক্টোবরে হামাসের হামলাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার একটি ‘বড় ব্যর্থতা’ হিসাবে দেখা হয়। এই ঘটনার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, চলমান ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। সূত্র : আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল