পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের ১০ এমপির জামিন মঞ্জুর করেছেন। আজ সোমবার এই জামিন দেয়া হয়েছে।
ইসলামাবাদের উপকণ্ঠে একটি বড় সমাবেশে নেতৃত্ব দেওয়ার দুই দিন পর ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওই ১০ সংসদ সদস্যসহ অন্তত ৩০ জনকে গত মঙ্গলবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। তাদের ১০ জনকে ৩০ হাজার রুপির (১০০ ডলার) মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেশকিছু অভিযোগে গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী। তিনি বলেছেন, তাকে ক্ষমতা থেকে দূরে রাখতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ আনা হয়েছে। এদিকে ইমরান খান বন্দী হওয়ার পর থেকে তাঁর দল পিটিআই ব্যাপক চাপের মুখে আছে।ওই ১০ জনের বিরুদ্ধে ‘দ্য পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড পাবলিক অর্ডার অ্যাক্ট ২০২৪’ নামের আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে। ওই সমাবেশের এক দিন আগেই এ আইন পাস করা হয়। আইনে সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল