লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আরও ৫৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরতর।
জানা গেছে বৈরুতে চালানো ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।
ইব্রাহিম আকিল নামের ওই শীর্ষ হিজবুল্লাহ কমান্ডারকে বৈরুতের দক্ষিণ শহরতলীতে হত্যা করা হয়েছে।তাহসিন নামেও পরিচিত ছিলেন আকিল। তার সাথে হিজবুল্লাহর অভিজাত ফোর্স রাদওয়ানের সদস্যরাও নিহত হয়েছে বলে জানানো হয়েছে। একটি বিশেষ সভার সময় তাদের ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালায়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৈরুতের ধাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহিনীটি বলেছে, ‘বৈরুতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।’
বিডি প্রতিদিন/নাজমুল