ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন। গ্যালান্ট ইসরায়েলের গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর নীতির সমালোচনা করে যুদ্ধের লক্ষ্য পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছিলেন।
প্রতিরক্ষামন্ত্রীর পদে ইয়োভ গ্যালান্টের স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্র মন্ত্রী ইসরায়েল কাটজকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।
এদিকে ইয়োভ গ্যালান্টের বরখাস্তের প্রতিবাদে ইসরায়েলের তেল আবিব শহরে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে বলে মত বিশ্লেষকদের।
নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ‘বুলডোজার’ হিসেবে পরিচিত। কাটজ বরাবরই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত। নিয়োগ পাওয়ার পর ইসরায়েলের শত্রুদের পরাজিত করার অঙ্গীকার করেছেন।
২০০৩ সাল থেকে ইসরায়েলের মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা কাটজ, পূর্বে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গাজা যুদ্ধের বিরোধীতাকারী বিশ্ব নেতাদের কড়া সমালোচনা করেছেন। এছাড়াও তিনি ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) বিরোধিতায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল