তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে রুশ তৈরি সুখোই সুপারজেট ১০০ যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আন্তালিয়া বিমানবন্দরে অবতরণের পর এই অগ্নিকাণ্ড ঘটে।
বিমানটিতে ৮৯ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। বিমানটি রাশিয়ার ব্ল্যাক সি রিসোর্ট সোচি থেকে আন্তালিয়ায় আসে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থল থেকে বিমানটি সরিয়ে নেওয়া পর্যন্ত পর্যন্ত (স্থানীয় সময় রাত ৩টা) বিমান অবতরণ স্থগিত করা হয়।
ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটির ইঞ্জিন থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে। এয়ারপোর্ট হাবার সংবাদমাধ্যম প্রকাশিত ভিডিওতে জরুরি উদ্ধার ইউনিটগুলোর তৎপরতা এবং দমকল কর্মীদের আগুন নেভানোর চেষ্টা দেখা যায়।
তুরস্কের পরিবহন মন্ত্রণালয়ের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, বিমানটির নিচে অগ্নি নির্বাপক ফোম ব্যবহার করা হয়েছে এবং বাম দিকের ইঞ্জিনে পানি স্প্রে করে ঠান্ডা করার কাজ চালানো হচ্ছে। আন্তালিয়া বিমানবন্দরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অ্যাজিমুথ এয়ারলাইন্সের এই বিমানটি স্থানীয় সময় ১৮:২৫ এ অবতরণ করেছিল।
এই ঘটনার ফলে কোনও প্রাণহানি না হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল