একটি যুদ্ধবিরতি চুক্তি খুব সন্নিকটে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসরায়েলি মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ভোট হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ‘নীতিগত’ অনুমোদন দেয়ার পর সিএনএন-কে নেতানিয়াহুর মুখপাত্র এই তথ্য জানান।
ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গত রবিবার রাতে একটি নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভায় নেতানিয়াহু সম্ভাব্য যুদ্ধবিরতির প্রতি তার সমর্থনের ইঙ্গিত দেন। সোমবার তার মুখপাত্র সিএনএন-কে জানান, ইসরায়েলি মন্ত্রিসভা প্রস্তাবিত চুক্তির বিষয়ে ভোট দেবে মঙ্গলবার এবং সম্ভাবনাও রয়েছে এটি অনুমোদিত হওয়ার। দুই পক্ষের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে জানা-শোনা আছে এমন সূত্রগুলো বলেছে, আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে তারা এ-ও স্বীকার করেছেন যে, ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তাই যে কোন সময় আলোচনা ভেস্তে যেতে পারে সামান্য ভুলে। তবে সোমবার সন্ধ্যার দিকে আলোচনার সঙ্গে পরিচিত একজন লেবানিজ কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি ঘোষণা আসতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই।
বিডি প্রতিদিন/এএম