ইউক্রেনের আরও একটি গ্রাম দখল করে নিয়েছে রাশিয়া।
মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি করেছে রাশিয়া। এতে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের আরেকটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক ইউনিট... ইউক্রেন-নিয়ন্ত্রিত কুপিয়ানস্ক শহরের নিকটবর্তী কোপাঙ্কি গ্রাম মুক্ত করেছে।
এর আগে রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনের আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। স্থানীয় সময় সোমবার ইউক্রেন থেকে রাশিয়ায় এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সূত্র: ব্যারন’স, এএফপি
বিডি প্রতিদিন/একেএ