তাইওয়ানের কাছে আরও সাড়ে ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই চুক্তির আওতায় যুদ্ধবিমান, রাডারের যন্ত্রাংশ ও যোগাযোগের বিভিন্ন সামগ্রী পাবে তাইওয়ান।
ডিফেন্স সিস্টেম কো-অপরারেশন এজেন্সি এক বিবৃতিতে বলেছে, অস্ত্র বিক্রির চুক্তি অনুযায়ী তাইওয়ানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান ও রাডারের যন্ত্রাংশ বিক্রি করা হবে। যার আনুমানিক বাজারমূল্য ৩২ কোটি ডলার। এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দ্বীপরাষ্ট্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থনদাতা ও বৃহৎ অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র।
স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। দীর্ঘদিন ধরেই তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে চীন।
বিডি প্রতিদিন/নাজমুল