ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার শহরের সামরিক প্রশাসক সেরহি পপকোর জানিয়েছেন, কিয়েভের ওপর প্রায় এক ডজন ড্রোন ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।
পপকোর বলেছেন, কিয়েভের শহর এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পরও কোনো আহতের ঘটনা ঘটেনি। দ্বিতীয় বিমান হামলার সতর্কতার সময় শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শীতকালে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রায়ই মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া।
এদিকে, তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার ইতি টানার ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ন্যাটোর সুরক্ষা পেলে যুদ্ধবিরতি সম্ভব বলেই ইঙ্গিত দিলেন তিনি।
বিডি প্রতিদিন/এমএস