ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে সিরিয়া ও ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যে জাতিসংঘ-নিয়ন্ত্রিত বাফার জোন দখলের নির্দেশ দিয়েছেন। সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ১৯৭৪ সালের সিরিয়া-ইসরায়েল বিতর্ক মীমাংসা চুক্তি ভেঙে গেছে। তাই আমি সেনাবাহিনীকে বাফার জোন এবং এর কাছাকাছি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখলের নির্দেশ দিয়েছি।
নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইসরায়েলের সীমান্তে কোনো শত্রু শক্তি দাঁড়াতে দেওয়া হবে না। তিনি বলেন, আমাদের সীমান্তে কোনো বৈরী শক্তি গড়ে ওঠা আমরা কখনোই মেনে নেব না।
গোলান মালভূমি অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বিরোধপূর্ণ এলাকা। ১৯৭৪ সালের চুক্তির আওতায় এখানে জাতিসংঘ একটি বাফার জোন স্থাপন করে। তবে সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আসাদের পতনের পর এই অঞ্চল আবার আলোচনায় চলে এসেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল