চীনের ভূমিকম্প প্রশাসন (সিইএ) জানিয়েছে, সোমবার ভোরে তিব্বতে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তিব্বতের শিগাতসে শহরে স্থানীয় সময় ভোর ৫টা ১১ মিনিটে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। খবর এনডিটিভির।
ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে সিইএ জানিয়েছে। ভূমিকম্পটি ২৯.০২° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪৮° পূর্ব দ্রাঘিমাংশে, ১০ কিমি গভীরতায় আঘাত হানে। অত্যন্ত অগভীর এই ভূমিকম্প হওয়ায় পরবর্তীতে আফটারশক বা মৃদু কম্পনের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
এর আগে, গত জানুয়ারি মাসে শিগাতসে থেকে প্রায় ২৪০ কিলোমিটার (১৪৯ মাইল) দূরে তিব্বতের টিংরি কাউন্টিতে ৬ দশকি ৮ মাত্রার একটি ভূমিকম্পে ১২০ জনেরও বেশি মানুষ মারা যায়।
বিডি-প্রতিদিন/শআ