চাইনিজ জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক বিশ্ব মাতিয়ে জয় করেছে মার্কিন তরুণ প্রজন্মকেও। যদিও টিকটকের খারাপ প্রভাব আর চীনের সঙ্গে দা-কুমড়া সম্পর্কের কারণে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একেবারেই পছন্দ নয়।
ক্ষমতায় এসেই টিকটক ব্যান করতে গিয়ে আবার চাপের মুখে এই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন।
এরই মাঝে গত সোমবার নিজের ১৮তম জন্মদিন বন্ধুদের নিয়ে রীতিমতো আকর্ষণীয় নাচের ভিডিও টিকটকে দিয়েছেন ট্রাম্পের বড় নাতনি কাই ট্রাম্প। তিনি ও তার তিন বন্ধু 'প্রমিস্কুয়াস' গানের তালে নাচেন। এ নিয়ে চলছে বেশ আলোচনা। বলা যায়, বেশ ঝামেলায় পড়েছেন কাই।
এই ভিডিওটির কমেন্ট বক্সে কেউ কেউ তার সমালোচনা করছেন। আবার কেউ কেউ তার পক্ষে বলছেন। কেউ কেউ প্রমিস্কুয়াস গানের কথার জন্য আপত্তি জানিয়েছেন। কিছু মন্তব্যকারী বলেছেন যে ভিডিওটি 'অশোভন', এবং একজন মন্তব্য করেছেন: “ছিঃ। কাই, তোমার বন্ধুদের স্তরে নেমে যেও না।'
অন্য একজন তিনজন মেয়ের পক্ষ নিয়ে বলেছেন, "ওরা তো শুধু মিষ্টি কিশোরী, যারা মজা করছে।" আরেকজন যোগ করেছেন: “ভিডিওটিতে ভুল কিছু নেই। তারা তরুণী এবং তারা তরুণীদের মতোই আচরণ করছে। তারা কোনো খারাপ কিছু দেখাচ্ছে না।
ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বড় মেয়ে তিনি। দাদার মতোই গলফ লাভার। সবসময় রাজনৈতিক স্পটলাইটে থাকেন তিনি।
সূত্র : দ্য ডেইলি বিস্ট
বিডি প্রতিদিন/জুনাইদ