মেক্সিকান নৌবাহিনীর একটি পালতোলা প্রশিক্ষণ জাহাজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা খেয়ে অন্তত দুইজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এই তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার সন্ধ্যার এ ঘটনার আগে পালতোলা জাহাজটির বিদ্যুৎ সংযোগ চলে যায়। এক বিবৃতিতে এরিক অ্যাডামস লিখেছেন, এখন পর্যন্ত জাহাজে থাকা ২৭৭ জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যার মধ্যে দুইজন নিহত হয়েছেন এবং আরও দুইজনের অবস্থা সংকটাপন্ন।
এর আগে, তিনি বলেন, ব্রুকলিন ব্রিজের কোনো ক্ষতি হয়নি। তবে মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে যে, জাহাজটির ক্ষতি হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে।
মার্কিন কর্মকর্তারা জানান, জাহাজটি সৌজন্যমূলক সফরে নিউইয়র্কে এসেছিল। শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল, তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সাথে ধাক্কা খায়।
সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/শআ