জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল ইউনিসেফ সতর্ক করে দিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশুদের দুর্ভিক্ষ, অসুস্থতা এবং মৃত্যুর ঝুঁকি প্রতিদিন বাড়ছে।
রবিবার পৃথক পোস্টে, জাতিসংঘের সংস্থাগুলি গাজায় শিশুদের প্রতিদিনের দুর্ভোগ এবং মৃত্যুর নিন্দা জানিয়েছে। টানা বিমান হামলার কবলে পড়ে এবং অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলে খাদ্য ও ওষুধ সহ জরুরি সাহায্যের উপর ইসরায়েলি বাহিনীর অব্যাহত অবরোধের ফলে আরও জটিল হয়ে ওঠে।
সংঘাতের শুরু থেকে গাজার শিশুরা অবিরাম বোমাবর্ষণের মুখোমুখি হচ্ছে এবং প্রয়োজনীয় পণ্য, পরিষেবা এবং জীবন রক্ষাকারী যত্ন থেকে বঞ্চিত হচ্ছে।
গত দুই মাস ধরে, গাজা উপত্যকায় মানবিক সাহায্যের ওপর অবরোধ আরোপের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
ইউনিসেফ বলেছে, গাজায় এখনই সাহায্য প্রবেশ করতে হবে। এখনই যুদ্ধবিরতি পুনর্বহাল করতে হবে। না হয় পরিস্থিতি আরও খারাপ হবে।
বিডি প্রতিদিন/নাজমুল