সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। রবিবার (১৮ মে) তার অফিস থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বাইডেনের শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার খবরে সহমর্মিতা জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। রবিবার (১৮ মে) ওবামা জানান বাইডেন ক্যান্সারের বিরুদ্ধে লড়বেন ‘তাঁর স্বভাবসিদ্ধ দৃঢ়তা ও মর্যাদার সঙ্গে’।
ওবামা বলেন, ‘সব ধরনের ক্যান্সারের জন্য উদ্ভাবনী চিকিৎসা খুঁজে বের করতে জো’র চেয়ে বেশি প্রচেষ্টা কেউ করেনি। আমি নিশ্চিত তিনি তার চিরচেনা দৃঢ়তা ও মর্যাদার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন। আমরা তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, বাইডেনের শরীরে ক্যান্সারের একটি আক্রমণাত্মক রূপ শনাক্ত হয়েছে।
সূত্র : এএফপি
বিডি-প্রতিদিন/বাজিত