সোমবার পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, বেলুচিস্তানে দুটি পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় প্রক্সি গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের তিন সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শনিবার এবং রবিবার গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযান (আইবিও) পরিচালিত হয়েছিল। প্রথম সংঘর্ষে, আওরান জেলার গিশকুরের সাধারণ এলাকায় সন্ত্রাসীদের সাথে সেনারা সংঘর্ষে লিপ্ত হয় এবং তীব্র গুলি বিনিময়ে "ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী ইউনাস" নিহত হয়, এবং আরও দুইজন আহত হয়।
আইএসপিআর জানিয়েছে, কেচ জেলার তুরবাত শহরে আরেকটি সংঘর্ষে, নিরাপত্তা বাহিনী দুই ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। তারা হলো সন্ত্রাসী চক্রের নেতা সাবর উল্লাহ এবং সন্ত্রাসী আমজাদ ওরফে বিচু।
এতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, যারা আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে একাধিক কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিল এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে হত্যা করেছিল।
আইএসপিআরের দাবি, এই অঞ্চলে উপস্থিত যেকোনো সন্ত্রাসীকে নির্মূল করার জন্য নিধন অভিযান পরিচালিত হচ্ছে, কারণ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জাতির সাথে তাল মিলিয়ে বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতি নষ্ট করার ভারতীয় প্রক্সিদের প্রচেষ্টা ব্যর্থ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত তারা অব্যাহত থাকবে।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল