মিয়ানমারে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন আয়োজন করার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন এবং ইতোমধ্যে বিরোধী দলগুলো এটি বয়কট করেছে।
মিয়ানমারের ইউনিয়ন নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রতিটি সংসদের জন্য বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের প্রথম ধাপ রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে শুরু হবে। পরবর্তী ধাপগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে।’
প্রসঙ্গত, ২০২১ সালে রক্তক্ষয়ী অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচন আয়োজনের ঘোষণা দিল সেনা সমর্থিত জান্তা সরকার। ওই দফায় ক্ষমতা দখল করার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা অং সান সু চিকে কারাগারে পাঠানো হয়।
এর আগে সেনা সমর্থিত জান্তা সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানালেও মিয়ানমারের বিভিন্ন জায়গায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর তৎপরতার কারণে নির্বাচনের পরিকল্পনা পেছাতে হয় তাদের।
এর আগে ২০১৫ সালে অং সান সু চি’র নেতৃত্বে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) পার্টি নির্বাচনে বিজয়ী হয়। ওই নির্বাচন ছিল ১৯৯০ সালের পর অনুষ্ঠিত হওয়া মিয়ানমারের প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন।
সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত