লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, দেশটি থেকে বাংলাদেশিদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। ফের নতুন করে লিবিয়ায় আটক থাকা বাংলাদেশিদের দেশে ফেরার জন্য কাজ শুরু করেছে দূতাবাস।
গতকাল দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফিরতে আবেদনকারী অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ও যোগাযোগ রক্ষা করছে।
ইতিমধ্যে দূতাবাস বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করেছে এবং আবেদনকারীদের বহির্গমন ভিসা (খুরুজ নিহায়) প্রাপ্তি সহজ করার জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিক প্রচেষ্টার ফলে ত্রিপলী, মিসরাতা ও বেনগাজি থেকে তালিকাভুক্ত আবেদনকারীদের ধাপে ধাপে নিরাপদে দেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
এ প্রেক্ষিতে, ত্রিপলী থেকে নিবন্ধিত আবেদনকারীদের পাসপোর্ট/আউটপাস ২৪ থেকে ২৬ আগস্টের মধ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী দূতাবাসে জমা নেওয়া হবে। পরবর্তীতে দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) শেষ করবে এবং প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় সকল যোগাযোগ অব্যাহত রাখবে।
পাসপোর্ট/আউটপাস জমাদানের জন্য নির্দেশনা :
১. মূল পাসপোর্ট ও একটা কপি সঙ্গে আনতে হবে এবং মূল পাসপোর্ট জমা দিতে হবে।
২. পাসপোর্ট হারিয়ে গেলে বা মেয়াদোত্তীর্ণ হলে আউটপাস জমা দিতে হবে।
৩. আউটপাসের জন্য পাসপোর্টের কপি ও ছবি সঙ্গে আনতে হবে।
বিডি-প্রতিদিন/শআ