পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কোয়েটার একটি স্টেডিয়ামের পার্কিং লটে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপিকে দুজন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, হামলার সময় বেলুচিস্তান ন্যাশনাল পার্টির শত শত সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও এটি সবচেয়ে দরিদ্র। এখানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। গত এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানি বাহিনী প্রদেশের বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। তবে ২০২৪ সালে এই অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বেড়েছে, যেখানে এখন পর্যন্ত ৭৮২ জন নিহত হয়েছে।
গত মার্চ মাসে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি প্রদেশটিতে একটি ট্রেন দখল করে। তারা শত শত যাত্রীকে জিম্মি করে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করে। এএফপির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতায় বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৪৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        