ইসরায়েলি বাহিনীর বাধা পাশ কাটিয়ে এখনো অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ত্রাণবাহী বহরের অন্যসব জাহাজ আটকাতে পারলেও এখন পর্যন্ত পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিকে আটকাতে পারেনি ইসরায়েলি নৌবাহিনী।
সবশেষ তথ্যানুযায়ী, গাজা উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে রয়েছে নৌযানটি। জাহাজটিতে রয়েছেন ছয়জন মানবাধিকারকর্মী।
এর আগে, যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় জাহাজটি। এটি অবরুদ্ধ উপত্যকার দিকে ছুটছে ২ দশমিক এক ছয় নটিকাল মাইল গতিতে।
মূলত, স্টারলিংকের মাধ্যমে এখনো যোগাযোগ রক্ষা করে চলেছে দ্য ম্যারিনেট। এর আগে, সুমুদ বহরের ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টিই জব্দ করে ইসরায়েলি বাহিনী।
উল্লেখ্য, পাঁচ শতাধিক মানবাধিকারকর্মীকে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ইসরায়েলের আশদোদ বন্দরে। পরবর্তীতে তাদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে।
বিডি প্রতিদিন/নাজিম