কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি জানালেন তার এক বেদনাদায়ক অনুভূতির কথা। কন্যা সন্তান হওয়ার অপরাধে জন্মের পর পরই তাকে হত্যা করার কথা বলা হয়েছিল কিন্তু শুধুমাত্র তার মায়ের কারণে তিনি বেঁচে আছেন।
তিনি বলেন, জীবনে প্রথম একান্ত ব্যক্তিগত এই কথা আমি ভাগ করে নিচ্ছি। আমার জন্মের পরেই এক নিকটাত্মীয় মাকে বলেছিলেন, মেয়ে হয়েছে মানেই জীবনের বোঝা বেড়েছে। সেই বোঝা ঘাড় থেকে নামানোরপরামর্শ দেন সেই আত্মীয়। কিন্তু সেদিন আমার মা তার কথায় কান দেননি। আর তাই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি।
কন্যাভ্রুণ হত্যার ঘৃণ্যরীতি নিয়ে কথা বলতে গিয়েই বারতের এই মন্ত্রী ভাগ করে নেন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা। তিনি বলেন, এই মানসিকতার থেকে বেরিয়ে আসার জন্যে শিক্ষার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে কারণ অশিক্ষাই এই কুসংস্কারের জন্যে দায়ী। যে কোনও সমাজকে আরও বেশি করে উন্নত করার জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল নারী শিক্ষা।