ইরানের বিচার বিভাগ টেলিকম মন্ত্রীকে হোয়াটসঅ্যাপ, ভাইবারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিয়েছেন। অপমানজনক ম্যাসেজের প্রচার বন্ধের জন্য এই নির্দেশ দেয়া হয়েছে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টেলিকম মন্ত্রীর কাছে ইরানের অ্যাটর্নি জেনারেল গুলাম হুসেন মেহসেনি এজেই ম্যাসেজ পাঠানোর এমন পরিষেবার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবি করেছেন। ইরানের বিচারবিভাগের প্রধান আয়াতোল্লা সাদেক অমোলি লারিজানি এই বিষয়ক নির্দেশ জারি করেছেন।
যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মাহমুদ বাএজীকে শনিবার একটি চিঠি পাঠিয়ে এবিষয়ে অনুরোধ করেন গুলাম হোসেন। চিঠিতে লেখা ছিল, এই ধরণের সোশ্যাল সাইটের মাধ্যমে ইসলামিক ও নৈতিক মূল্যায়ণের বিরুদ্ধে অশ্লীল ও অপরাধিক সামগ্রীর প্রসার হচ্ছে। গুলাম হুসেন চিঠিতে আরও লিখেছেন যে, বিদেশী সরকার ইরানের ব্যবস্থাকে ছিন্নভিন্ন করার জন্যেও কিছু সামগ্রীর প্রসার করছে।