ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। গতকাল বিলাসপুর-কাটনি বিভাগে লাল খাদান এলাকার কাছে কোরবা যাত্রীবাহী ট্রেনটি একটি মালবাহী ট্রেনকে ধাক্কা মারে বলে খবর।
সংঘর্ষটির তীব্রতা এতটাই বেশি ছিল যে, যাত্রীবাহী ট্রেনটির কয়েকটি বগি মালবাহী ট্রেনের ওপর উঠে যায়, যার ফলে যাত্রী এবং আশপাশের স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং এই সংঘর্ষে ওভারহেড বিদ্যুতের তার এবং সিগন্যালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে ওই রুটে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, যাত্রীবাহী ওই ট্রেনটি সিগন্যাল অতিক্রম করে একটি দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে উদ্ধারকারী দল, আরপিএফ কর্মী এবং স্থানীয় পুলিশ ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে আহতদের জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছেন চিকিৎসকরা।