ফিনল্যান্ড অনিয়মিত অভিবাসন ঠেকাতে নানা ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর ফলে বাড়ছে প্রত্যাবাসনের সংখ্যা। সরকারের এমন কঠোরতায় আতঙ্কে অনেক অনিয়মিত অভিবাসী। নিজ নিজ দেশে ফেরত পাঠানো হলে জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাদের কেউ কেউ। রাজধানী হেলসিঙ্কির ‘হাউস অব দ্য হোপ’ নামের ডে সেন্টারটিতে নথিবিহীন অভিবাসীরা আইনি সহায়তা, চিকিৎসা এবং প্রায় প্রতিদিনই দুপুরের খাবার পেয়ে থাকেন।
একটি খ্রিস্টান বেসরকরি সংস্থা এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পরিচালিত এই সেন্টারটি মূলত যেসব আশ্রয়প্রার্থীর আবেদন নাকচ করে দেওয়া হয়েছে এবং যারা নথি ছাড়াই ফিনল্যান্ডে বসবাস করছেন তাদেরকে সহায়তা দিয়ে থাকে। ‘আমার পরিস্থিতি খুবই খুবই খারাপ,’ মরক্কোর ৫০ বছর বয়সি এক নারী অভিবাসী এভাবেই বার্তাসংস্থা এএফপিকে নিজের পরিস্থিতির কথা বলছিলেন। ২০২৪ সালের প্রথম দিকে ফিনল্যান্ডে আসেন ওই নারী। সমাজকর্মী হিসেবে প্রশিক্ষণ নিয়ে চাকরির সন্ধান করছিলেন। কিন্তু ৯০ দিনের মধ্যে কোনো চাকরি পাননি তিনি। ফিনল্যান্ডের আইন অনুযায়ী, রেসিডেন্স পারমিট ছাড়া তৃতীয় দেশের নাগরিকরা দেশটিতে ৯০ দিন অবস্থান করতে পারেন। -এএফপি