ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কোনো ধরনের সহযোগিতা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন, মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি বজায় রাখা এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ অব্যাহত রাখলে সহযোগিতা অসম্ভব বলেও মন্তব্য করছেন তিনি। সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এমন মন্তব্য করেন খামেনি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খামেনির এ বক্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। সংবাদমাধ্যমকে খামেনি আরও বলেন, ‘মার্কিনরা মাঝে মাঝে বলে তারা ইরানের সঙ্গে সহযোগিতা করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত ইসরায়েলকে সমর্থন করবে, এ অঞ্চলে সামরিক ঘাঁটি রাখবে এবং হস্তক্ষেপ করবে, ততদিন ইরানের সঙ্গে তাদের সহযোগিতা সম্ভব নয়।’ গত অক্টোবরে ট্রাম্প বলেছিলেন, তেহরান প্রস্তুত হলে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তি করতে প্রস্তুত।-রয়টার্স
তিনি বলেন, ‘বন্ধুত্ব ও সহযোগিতার হাত ইরানের জন্য খোলা রয়েছে।’ ইরান ও যুক্তরাষ্ট্র এর আগে পাঁচ দফা পরমাণু আলোচনা করেছে। এর পর জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ শুরু হয়। সেই সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে গুরুত্বপূর্ণ ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। উভয় পক্ষের আলোচনায় বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রসঙ্গ। পশ্চিমা শক্তিগুলো চায় এ মাত্রা শূন্যে নামিয়ে আনতে, যাতে অস্ত্র তৈরির ঝুঁকি পুরোপুরি দূর করা যায়। কিন্তু তেহরান তাদের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।