শিরোনাম
শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

মেক্সিকোয় ব্যাপক বিক্ষোভ

মেক্সিকোয় নিখোঁজ ৪৩ ছাত্রের আত্মীয়স্বজনরা রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করেছেন।
নিখোঁজ ওই ছাত্রদের মাদক অপরাধীরা খুন করে লাশ পুড়িয়ে ফেলেছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। গতকাল বিবিসি জানিয়েছে, প্রতিবাদ বিক্ষোভে সমর্থন দেওয়ার আবেদন জানিয়ে সারা দেশ ভ্রমণের পর বৃহস্পতিবার নিখোঁজ ছাত্রদের পরিবারগুলোর গাড়িবহরটি মেক্সিকো সিটিতে এসে হাজির হয়। এদের অনেকেই ছাত্র নিখোঁজের সরকারি ব্যাখ্যা মেনে নেননি, তারা এখনো নিখোঁজ ছাত্রদের জীবিত পাওয়ার আশা করছেন। তিন ভাগে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ধরে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলগুলোয় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় সময় বিকাল ৫টায় মিছিল শুরু হয়। এএফপি।
 

সর্বশেষ খবর