বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

লেবাননে আইএস প্রধানের স্ত্রী-ছেলেকে আটকের দাবি

মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির এক স্ত্রী ও ছেলেকে আটক করার দাবি করেছে লেবাননের সেনাবাহিনী। গতকাল আলজাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়- সিরিয়া-লেবানন সীমান্ত ক্রসিংয়ে বাগদাদির ওই স্ত্রী ও ছেলেকে আটক করে নিরাপত্তা বাহিনী। এতে আরও বলা হয়েছে- পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় লেবাননের সেনা গোয়েন্দা সংস্থা বাগদাদির স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে। খবরে বলা হয়েছে- জাল পাসপোর্ট নিয়ে লেবাননের একটি সীমান্ত ক্রসিং অতিক্রমের চেষ্টা করার সময় আইএস-প্রধান ইবরাহিম আস-সামারি ওরফে আবু বকর আল-বাগদাদির এক স্ত্রী ও ছেলেকে আটক করা হয়। খবরে গ্রেফতার স্ত্রী ও ছেলের নাম প্রকাশ করা হয়নি। আল জাজিরা

সর্বশেষ খবর