মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আরও কমেছে তেলের দাম

পতনের ধারাবাহিকতায় আরও একধাপ কমলো তেলের দাম। এক যুগের রেকর্ড ভেঙে গত ১২ জানুয়ারি ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম কমে দাঁড়ায় ৩২ ডলার। কিন্তু মাত্র এক সপ্তাহ ব্যবধানে গতকাল তেলের দাম কমে প্রায় ২৯ ডলারে নেমেছে। এদিকে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ওপেকভুক্ত দেশ ইরান প্রতিদিন ৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করবে বলে জানানো হয়েছে। আর ইরানের বাজারে আসার এ সময়কে ‘খারাপ সময়’ বলে আখ্যায়িত করেছে যুক্তরাজ্যের আর্থিক প্রতিষ্ঠান বার্কলেস। এর আগে সবশেষ ২০০৩ সালের অপরিশোধিত তেলের দর ছিল প্রতি ব্যারেল ৩১.৪১ ডলার। এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর