রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য প্রতিপক্ষ ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন এ মন্তব্য করেছেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি এ মন্তব্য করেন। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে পররাষ্ট্রনীতির জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রাম্পের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। ট্রাম্পের বিভিন্ন দায়িত্বহীন, অসংযত ও বিপজ্জনক মন্তব্যের নিন্দা করেন হিলারি। সম্প্রতি ট্রাম্প যুক্তরাজ্যের সমালোচনা করেন। উত্তর কোরিয়ার নেতার প্রশংসা করেন। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ নিয়ে প্রশ্ন তোলেন। হিলারি তার সাক্ষাৎকারে এসব প্রসঙ্গ টানেন। হিলারির ভাষ্য, পররাষ্ট্রনীতির জটিল বিষয়গুলো মোকাবিলা করা কতটা কঠিন, তা জানেন তিনি। ট্রাম্পের যে মতিগতি, তাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা তার নেই। হিলারির এই তির্যক মন্তব্যের জবাব দিয়েছেন ট্রাম্প। গতকাল তিনি তার ওয়েবসাইটে বলেন, হিলারির বিচার বিবেচনা খারাপ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের এই নাজুক ও কঠিন সময়ে তার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন বলেছেন, ‘আমিই আমার দল থেকে মনোনয়ন পাব।’ বিবিসি বলছে, দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সঙ্গে মনোনয়নে দৌড় কার্যত শেষ হয়ে গেছে দাবি করে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি এ মন্তব্য করেছেন। হিলারি বলেন, ‘এটি (মনোনয়নের প্রতিযোগিতা) ইতিমধ্যে কার্যত শেষ হয়ে গেছে। আমাকে না দেওয়ার (মনোনয়ন) আর কোনো সুযোগ নেই।’ সিএনএন।
শিরোনাম
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
ট্রাম্প অযোগ্য : হিলারি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর