শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্প অযোগ্য : হিলারি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

ট্রাম্প অযোগ্য : হিলারি

রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য প্রতিপক্ষ ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন এ মন্তব্য করেছেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি এ মন্তব্য করেন। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে পররাষ্ট্রনীতির জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রাম্পের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। ট্রাম্পের বিভিন্ন দায়িত্বহীন, অসংযত ও বিপজ্জনক মন্তব্যের নিন্দা করেন হিলারি। সম্প্রতি ট্রাম্প যুক্তরাজ্যের সমালোচনা করেন। উত্তর  কোরিয়ার নেতার প্রশংসা করেন। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ নিয়ে প্রশ্ন তোলেন। হিলারি তার সাক্ষাৎকারে এসব প্রসঙ্গ টানেন। হিলারির ভাষ্য, পররাষ্ট্রনীতির জটিল বিষয়গুলো মোকাবিলা করা কতটা কঠিন, তা জানেন তিনি। ট্রাম্পের যে মতিগতি, তাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা তার নেই। হিলারির এই তির্যক মন্তব্যের জবাব দিয়েছেন ট্রাম্প। গতকাল তিনি তার ওয়েবসাইটে বলেন, হিলারির বিচার বিবেচনা খারাপ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের এই নাজুক ও কঠিন সময়ে তার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন বলেছেন, ‘আমিই আমার দল  থেকে মনোনয়ন পাব।’ বিবিসি বলছে, দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সঙ্গে মনোনয়নে দৌড় কার্যত শেষ হয়ে গেছে দাবি করে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি এ মন্তব্য করেছেন। হিলারি বলেন, ‘এটি (মনোনয়নের প্রতিযোগিতা) ইতিমধ্যে কার্যত  শেষ হয়ে গেছে। আমাকে না দেওয়ার (মনোনয়ন) আর কোনো সুযোগ নেই।’ সিএনএন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর