বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

যে ছবি বিশ্বকে কাঁদাচ্ছে

যে ছবি বিশ্বকে কাঁদাচ্ছে

বিশ্ব নেতারা তাদের নিজের স্বার্থে যুদ্ধে লিপ্ত হয়েছেন। তার বলি দিচ্ছে সাধারণ মানুষ। যেখানে বাদ যাচ্ছে না শিশুরাও। গত বছর সাগরতীরে নিথর হয়ে পড়ে থাকা শিশু আয়লান কুর্দির যে ছবি গোটা বিশ্বকে কাঁদিয়েছে। শরণার্থীদের দুর্দশা চোখে আঙ্গুল দিয়ে  দেখিয়ে বিশ্বে আলোড়ন তুলেছিল, প্রায় একই ধরনের একটি ছবি দিন কয়েক ধরে বিশ্বকে কাঁদাচ্ছে। গত কয়েকদিন ধরেই খবর প্রকাশ পাচ্ছে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে কমপক্ষে ৯০০ মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে জার্মান উদ্ধারকর্মীরা একটি ছোট্ট শিশুর মরদেহ উদ্ধার করেছে। প্রথমে মনে হবে, শিশুটি গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু শিগগিরই ভুল ভাঙবে। শিশুটি নিথর, দেহে প্রাণ নেই। তার বয়স এক বছরও হবে না। খবরে জানানো হয়, গত সপ্তাহে লিবীয় উপকূলে শরণার্থীবোঝাই নৌকাডুবিতে মারা  গেছে শিশুটি। ওই নৌকাডুবিতে আরও অনেকে মারা  গেছে। সাগর  থেকে গত শুক্রবার শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিথর দেহের শিশুটিকে উদ্ধারের ছবিটি প্রকাশ করেছে জার্মানির মানবিক সহায়তা সংগঠন সি-ওয়াচ। সংগঠন বলছে, শরণার্থীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ইউরোপীয় কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতেই তারা এই মর্মস্পর্শী ছবিটি প্রকাশ করেছে। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর