ফ্রান্সে ফের জঙ্গি হামলা
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থনকারী এক ব্যক্তির ছুরিকাঘাতে নিজ বাড়ির সামনে একজন ফরাসি পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তাকে হত্যার পর তার বাড়িতে অবস্থান নিয়ে তার সঙ্গিনী ও সন্তানকে জিম্মি করে ওই ব্যক্তি। এ সময় এলিট পুলিশ বাহিনীর সদস্যদের গুলিতে হামলাকারীও নিহত হন। পরে বাড়ির ভিতরে পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ পাওয়া যায়। তবে তার ছেলেকে জীবিত উদ্ধার করা গেছে। সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে মাগনানভিলে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যম জানিয়েছে।
পালাচ্ছে আইএস জঙ্গিরা
আইএস জঙ্গিরা বেসামরিক মানুষের সঙ্গে মিশে ইরাকের ফালুজা থেকে পালানোর চেষ্টা করছে। আইএসের কবল থেকে নগরীটি পুনর্দখলের লক্ষ্যে ইরাকের নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রেক্ষাপটে সাম্প্রতিক দিনগুলোতে হাজার হাজার বেসামরিক লোক এলাকা ছাড়ছে। আর এ সুযোগে তাদের সঙ্গে মিশে আইএস জঙ্গিরাও নগরী থেকে পালাচ্ছে। দুই সপ্তাহ আগে ফালুজা পুনর্দখলের লক্ষ্যে নিরাপত্তা বাহিনী অভিযান জোরদারের পর থেকে বেসামরিক মানুষের বেশ ধরা পাঁচ শতাধিক সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিবিসি, এএফপি
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        