শিরোনাম
মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাস দমনে আরও বিতর্কিত প্রস্তাব দিলেন ট্রাম্প

সন্ত্রাস দমনে আরও বিতর্কিত প্রস্তাব দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্ত্রাস দমনে জাতি বা বর্ণভিত্তিক ‘প্রোফাইলিং’ করা প্রয়োজন। রবিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসে এক সাক্ষাৎকারে ট্রাম্প এ প্রস্তাব দেন। প্রোফাইলিং হলো কোনো ব্যক্তির জাতীয়তা, বর্ণ, ধর্মীয় বিষয়ে তথ্য নিয়ে অপরাধে জড়ানোর আশঙ্কা আছে কি না খতিয়ে দেখা। রয়টার্স জানায়, সাক্ষাৎকারে মুসলমানদের ওপর আরও তথ্য ও নজরদারি করা প্রয়োজন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রোফাইলিং করা উচিত। বিশ্লেষকরা বলছেন, প্রোফাইলিংয়ের ফলে মার্কিন মুসলমানদের মূলধারা থেকে সরিয়ে দেওয়া হবে। ট্রাম্পের বিতর্কিত প্রোফাইলিং প্রস্তাব এরই মধ্যে তীব্র সমালোচিত হয়েছে। তার বিরোধী ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলের নেতারাও ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করেছেন।

সর্বশেষ খবর