রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাক-ভারত উত্তেজনা বেড়েই চলেছে

কলকাতা প্রতিনিধি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত রবিবার উরিতে সেনাবাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা আরও বেড়েছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গতকাল বলেছেন, ‘উরিতে জওয়ানদের মৃত্যু কখনই ভুলব না। এর জবাব আমরা দেবই’।

এদিকে শত্রুপক্ষকে ঘায়েল করতে এরই মধ্যে নরেন্দ্র মোদি তিন সেনাপ্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সঙ্গে নিয়ে গোপন বৈঠক করেছেন। জানা গেছে, তারা গতকাল স্থল সেনাপ্রধান দলবীর সিং সুহাগ, এয়ার চিফ মার্শাল অরূপ রাহা ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উরি হামলার পর কীভাবে প্রত্যাঘাত করা যেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা নিয়ে আলোচনা ছাড়াও কীভাবে পাকিস্তানকে উরি হামলার জবাব দেওয়া যায়, তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে। এরপর এদিনই সন্ধ্যায় কেরলের কোঝিকোড়ে দলীয় সমাবেশ থেকে ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, ‘উরিতে জওয়ানদের মৃত্যু কখনই ভুলব না। এর জবাব আমরা দেব। পাকিস্তানের নেতারা ভারতের বিরুদ্ধে হাজার বছরের যুদ্ধের কথা বলছেন। আমি বলে দিতে চাই যে, দিল্লিতে একটা সরকার আছে, তারা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে। ক্ষমতা থাকে তো পাকিস্তান সে দেশ থেকে দারিদ্র্য, বেকারত্ব, অশিক্ষা দূর করে দেখাক।

সর্বশেষ খবর