ভারতের কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের হত্যা করতে পারলে এক কোটি রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন বিজেপির মূল আদর্শিক সংগঠন উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-আরএসএস। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর শহীদ পার্কে এক সভা থেকে সংগঠনটির নেতা কুন্দন চন্দ্রাবত এ ঘোষণা দেন। গত বছরের ২৫ মে বাম দল কেরালায় ক্ষমতায় আসার পর থেকে আরএসএসের ৩০০ কর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ কুন্দন চন্দ্রাবতের। সভায় তিনি হুঁশিয়ার করে বলেন, ‘কমিউনিস্টরা সাবধান।’ তবে মুখ্যমন্ত্রী বিজয়ন স্বাভাবিক কাজকর্ম করে যাবেন বলে জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, আরএসএস দেশকে বিভাজনের চেষ্টা করছে। ওরা মুসোলিনীর আদর্শ অনুসরণ করে হিটলারের ভাবাদর্শে চলছে।
এদিকে, সিপিএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কুন্দনের গ্রেফতার দাবি করেছেন। তবে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং বলেছেন, ‘কুন্দন আবেগের বশে এ কথা বলেছেন।’ হিন্দুস্থান টাইমস।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        