শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

রাক্কায় মার্কিন মেরিন সেনা

সিরিয়ার রাক্কায় আইএসবিরোধী লড়াইয়ে সামিল হতে কয়েকশ মেরিন সদস্যের বিশেষ বাহিনী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সেনারা জঙ্গিবিরোধী লড়াইয়ে স্থানীয় মিত্র বাহিনীকে সহযোগিতা দেবে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ‘দ্য ওয়াশিংটন পোস্ট’কে একথা জানান। ইতিমধ্যে ১১তম মেরিন এক্সপেডিশনারি নামে মেরিন সেনাদের একটি ইউনিট রাক্কায় পৌঁছেছে। তারা সেখানে একটি ফাঁড়ি স্থাপনে সহযোগিতা করবে যেখান থেকে আইএসের অবস্থানগুলোতে গোলা নিক্ষেপ করা যাবে। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর