বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানের ভয়ঙ্কর পরমাণু কৌশল, সতর্ক করল যুক্তরাষ্ট্র

পাকিস্তানের ভয়ঙ্কর পরমাণু কৌশল, সতর্ক করল যুক্তরাষ্ট্র

ছোট ছোট পরমাণু বোমা তৈরি করছে পাকিস্তান। আর অস্ত্রের সংখ্যা দিনে দিনে বাড়াচ্ছে দেশটি। সেই সঙ্গে দেশটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সংখ্যাও বাড়িয়ে তুলছে। যে প্রকল্প খুবই ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান। মার্কিন কংগ্রেসকেও সে কথা জানিয়েছেন তিনি। তার ভাষায়, পাকিস্তান যে নতুন পরমাণু কৌশল নিয়েছে, তা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় বিপদগুলোর অন্যতম। মার্কিন সিনেটের গোয়েন্দা সংক্রান্ত সিলেক্ট কমিটির শুনানিতে গতকাল হাজির হয়েছিলেন সে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস। গোয়েন্দা তথ্যানুযায়ী, এই সময়ে পৃথিবীর সামনে বড় বিপদ কোনগুলো শুনানি ছিল তা নিয়েই। কোটস কমিটিকে জানান, পাকিস্তান ‘টেকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপনস’ বা ছোট আকারের পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে। দেশটি প্রথাগত পরমাণু অস্ত্রের বদলে নতুন ধরনের পরমাণু অস্ত্র তৈরিতে জোর দিয়েছে এবং তা বাস্তবায়ন করছে। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর